খেলাধুলা

ছেলেকে নিয়ে মাঠে খেলা দেখলেন মুশফিক

টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে সিরিজ জিতে এসেছে। এবার ঘরের মাঠেও উড়ন্ত সূচনা। পাকিস্তানকে হেসেখেলে হারালো লিটন দাসের দল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। কিন্তু উত্তরসূরিদের খেলা দেখতে ছেলেকে নিয়ে মাঠে হাজির ছিলেন মুশফিকুর রহিম।

হসপিটালিটি বক্সে বসে খেলা দেখেন মুশফিক। টাইগারদের এক একটি উইকেট কিংবা বাউন্ডারি হাঁকানোর সময় হাততালি দিতে দেখা যায় তাকে।

এমএমআর