খেলাধুলা

১৪ মিনিটে নুনেজের হ্যাটট্রিক, বড় জয় লিভারপুলের

প্রাক মৌসুমে দারুণ একটি জয় পেয়েছে লিভারপুল। স্টোক সিটির বিপক্ষে ৫-০ গোলে জিতেছে অলরেডরা। গতকাল রোববার ক্লোজড-ডোর (দর্শকবিহীন) প্রীতি ম্যাচের প্রথমার্ধের মাত্র ১৪ মিনিটে হ্যাটট্রিক করেছেন লিভারপুলের ফরোয়ার্ড দারউইন নুনেজ।

এই গ্রীষ্মে আনফিল্ড ছাড়বেন নুনেজ, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কিছুদিন আগে। সেই গুঞ্জনের মাঝেই মাত্র ২০ মিনিটের মধ্যে লিভারপুলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন উরুগুয়ে তারকা।

নুনেজের পাশাপাশি রিও এনগুমোহা এবং ফেদেরিকো সিয়েসা একটি করে গোল করেন।

এই ম্যাচে রেকর্ড ট্রান্সফারে বায়ার লেভারকুসেন থেকে আসা ফ্লোরিয়ান ভির্টজ খেলেন লিভারপুলের প্রথমার্ধে। ছিলেন ভিরগিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন, ডোমিনিক সোবোসলাই ও মোহাম্মদ সালাহর মতো তারকারাও।

বিরতিতে ১০টি পরিবর্তন আনে লিভারপুল। দ্বিতীয়ার্ধে খেলেন ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো, কস্তাস সিমিকাস ও রায়ান গ্র্যাভেনবার্খ।নতুন সাইনিং মিলোস কেরকেজ ও জেরেমি ফ্রিমপংও ছিলেন দ্বিতীয়ার্ধের দলে।

গোলরক্ষক আলিসন বেকার ম্যাচে অংশ নেননি। শুরুতে গোলবারের দায়িত্ব নেন জর্জি মামারদাশভিলি। ৬০ মিনিটের কাছাকাছি সময়ে তাকে তুলে আরমিন পেচসিকে বদলি হিসেবে নামান কোচ আর্নে স্লট।

অর্থাৎ মৌসুমের মূল পর্বের প্রস্তুতির অংশ হিসেবে খেলা এই ম্যাচে সবাইকে পরখ করে দেখার চেষ্টা করেন আর্নে স্লট।

এমএইচ/