বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জঙ্গল থেকে ছৈয়দ নূর নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ জুন) উপজেলার ঘুমধুম ইউপির আজুখাইয়া এলাকার পাহাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছৈয়দ নুর কক্সবাজারের উখিয়া বাজার এলাকার ব্যবসায়ী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন লোক আজুখাইয়া এলাকার পাহাড়ের জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যায়। সেখানে গিয়ে দুর্গন্ধ পেলে এর উৎস খোঁজার চেষ্টা করেন তারা। একপর্যায়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা আরও জানান, গত তিনদিন আগে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে সৈয়দ নুরকেঅপহরণের পর আজ এই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মাসরুরুল হক বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান। অভিযানের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।
নয়ন চক্রবর্তী/জেডএইচ/এমএস