খুলনা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে নগরীর নিরালা কাঁচাবাজারের পাশে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে ভাড়া থাকতেন। মশার কয়েলসহ বিভিন্ন পণ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছিলেন তিনি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, নিহত জাকির হোসেনের পিঠের দুটি স্থানে এবং পেটে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
আরিফুর রহমান/এফএ/জেআইএম