দেশজুড়ে

ভৈরব আ. লীগের কমিটি ১৪ বছর পর বিলুপ্ত

দীর্ঘ প্রায় ১৪ বছর পর ভৈরব উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন স্বাক্ষরিত পত্রটি ভৈরবের নেতৃবৃন্দের কাছে পৌছেছে বলে তারা জানান।ভৈরব পৌর মেয়র এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছকে কমিটির আহ্বায়ক করে, সদস্য সচিব করা হয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম বাক্কি বিল­াহকে। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদ্য ভেঙে দেওয়া উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি মির্জা সুলাইমান, হাজী সিরাজ উদ্দিন, অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, জাহিদ হোসেন আকিম, প্রচার সম্পাদক মো. রহুল আমিন, সহ-প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুল­াহ আল মনসুর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আতিক আহমেদ সৌরভ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলার মো. আল-আমিন, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন, অধ্যাপক ফজলুল হক, কাজী সাইদুর রহমান ও অহিদ মিয়া। আহ্বায়ক কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ মো. সায়দুল­াহ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল মনসুরকে রাখা হয়নি। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এলাকায় প্রায় ১৪ বছর আগে ২০০২ সালের ১২ অক্টোবর ভৈরব উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। তখন সম্মেলন করার দিনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধী দলের নেতা (বর্তমান রাষ্ট্রপতি) আব্দুল হামিদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী লীগের কমিটির বিলুপ্ত করার পত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে নতুন কমিটি করার লক্ষে দীর্ঘদিনের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আহ্বায়ক কমিটি যথা শিগগিরই সম্ভব নতুন কমিটি করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় বেশ কিছু নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের কাছে ১৪ বছরের পুরানো কমিটি ভেঙে দেওয়ার দা্বি করে আসছিল। এই দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে গত ৬ জুন জেলা আওয়ামী লীগ ভৈরব উপজেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি ভেঙে দেওয়ার পত্রটি পেয়েছেন বলে সাংবাদিকদের জানান। অপর দিকে নতুন আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ আহ্বায়ক কমিটির পত্রপ্রাপ্তির কথা স্বীকার করেছেন।ফারুক/ এমএএস/পিআর