দেশজুড়ে

সিলেটে চালক ছাড়াই ভাড়ায় মিলবে নামি ব্র্যান্ডের গাড়ি

সিলেটের চার তরুণ উদ্যোক্তার ব্যতিক্রমী উদ্যোগে চালক ছাড়াই ভাড়ায় মিলেবে নামিদামি ব্র্যান্ডের গাড়ি। মার্সিডিজ, অ্যালিয়ন কিংবা করোলা ভাড়া নিয়ে ব্যবহার করা যাবে নিজের মতো করে। দৈনিক মাত্র আড়াই হাজার টাকা খরচ করলে এসব গাড়ি চালানোর শখ মেটাতে পারবে যে কেউ।

এমনই এক ব্যতিক্রমী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ইউড্রাইভ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বুধবার (২৩ জুলাই) গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত শেষে মাইলস্টোন ট্র্যাজেডির নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউড্রাইভের সহ-উদ্যোক্তা আফজাল হোসেন চৌধুরী জানান এই উদ্যোগ শুরুর গল্প। আরেক সহ-উদ্যোক্তা এনামুল হাসান জানান ইউড্রাইভের গাড়ি ভাড়া নেওয়ার প্রক্রিয়া এবং সহ-উদ্যোক্তা ইফতেখার ইরাদ জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এই উদ্যোগের আরেক সহযোগী শিব্বির আহমেদ যুক্তরাজ্য প্রবাসী।

উদ্যোক্তারা জানান, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য আনুষঙ্গিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে যে কেউ ভাড়া নিতে পারেন সেলফ ড্রাইভ কার। বর্তমানে ইউড্রাইভের পুলে ১৬টি গাড়ি রয়েছে যার সর্বনিম্ন দৈনিক ভাড়া ২৫০০ টাকা থেকে শুরু বলে জানান তারা।

তারা বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ৫০০টি ট্রিপ সম্পন্ন হয়েছে এবং ৭০ জন গ্রাহক নিয়মিত তাদের থেকে গাড়ি ভাড়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তাদের স্বপ্ন, চলতি বছরের শেষে তারা ১০ হাজার ট্রিপ সম্পন্ন করবে এবং নিজেদের পরিবহন পুলে অন্তত ১০০টি গাড়ি থাকবে। এছাড়াও রাজধানী এবং চট্টগ্রামেও ব্যবসা সম্প্রসারণ করার কথা তারা ভাবছেন বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের স্থানীয় গণমাধ্যম কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ট্রাভেল ও ট্যুরিজম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রধানরা। এসময় উদ্যোক্তাদের প্রতি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। পরে গ্র্যান্ড সিলেটের সামনের গ্রিন পার্কিং গ্রাউন্ডে ‘ইউড্রাইভ’র পরিবহন পুলের গাড়ি প্রদর্শনী ও টেস্ট ড্রাইভ সেশন অনুষ্ঠিত হয়।

আহমেদ জামিল/এফএ/এএসএম