দেশজুড়ে

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভ্যানে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের এক নারী যাত্রী আহত হন।ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার আহসাননগরে বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ভ্যানচালক সাহাজ আলী (৩৫) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। আহত ওই নারীর নাম মনোয়ারা (৪০) । নিহত সাহাজ আলী একই উপজেলার বড়দা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।