ইলিশের মৌসুম চলছে। বাজারে মোটামুটি সরবরাহ থাকলেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে বড় আকারের ইলিশ কম, বাজারে ছোট আকারের ইলিশই বেশি চোখে পড়ছে।
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারি বাজারে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। আর ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ১৬৫০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। অন্যদিকে, নদীর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকায়।
বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কম। তবে নদী-সাগরে যত বেশি মাছ ধরা পড়বে তত দাম কমবে। এখন মৌসুমের শুরু তাই মাছ বেশি আসছে না। যা আসছে এগুলোর মধ্যে বড় মাছ কম। বেশিরভাগ ইলিশ ৭০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে। ৫০০ গ্রামের নিচের ইলিশ রয়েছে অনেক।
কারওয়ান বাজারে খুচরা ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়। আর এক কেজির নিচে ইলিশ (৭০০-৯০০ গ্রাম) ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যেগুলোর বেশিরভাগই নদীর মাছ বলে জানিয়েছেন বিক্রেতারা।
এদিকে, ঢাকার অলিগলির বাজারেও ইলিশের দাম চড়া। রাজধানীর পেয়ারাবাগ বাজারে গিয়ে দেখা গেছে বড় ইলিশ নেই। সেখানে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। এ বাজারে জাটকা ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বাজারের বিক্রেতা মোক্তার হোসেন জাগো নিউজকে বলেন, বাজারে মাছ কম মনে হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বর ফুল সিজনে ইলিশের দাম আরও কমবে।
বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ টাকা দিয়ে বড় ইলিশ কেনা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মোটামুটি ৮০০ গ্রাম ওজনের একটা ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা।
কারওয়ান বাজারে মাছ কিনতে এসেছেন পুলিশ সদস্য আব্দুল হাকিম। তিনি বলেন, কয়েক দোকানে দাম জিজ্ঞেস করেছি। মাছ আর টাকায় মিলছে না। পাঙাশ আর তেলাপিয়া কিনে নিয়েছি।
কেজিতে ১০০০-১২০০ টাকা ছাড়া ইলিশ কেনা সম্ভব না বলে জানিয়েছেন বেসরকারি চাকরিজীবী রবিউল হাসান জাগো নিউজকে বলেন, বৈরী আবহাওয়ায় অনেক জেলে সাগরে জেতে পারে না। কিন্ত আবহাওয়া ভালো হলে ইলিশ ধরা পড়ে। কিন্ত দালাল মধ্যস্বত্বভোগীদের কারণে দাম অনেক বেশি। বাজারদর নিয়ন্ত্রণ করা না গেলে শহরের মধ্যবিত্তরা জাটকা ইলিশও কিনতে পারবে না। আরএএস/এসএনআর/জিকেএস