লাইফস্টাইল

ছুটির দিনের সাজ ও পোশাক কেমন হবে

ছুটির দিনের সাজ ও পোশাক কেমন হবে

ছুটির দিনে আরামদায়ক পোশাক পরে কাটিয়ে দিতে পারেন। তবে এইদিনে আমাদের অনেক ধরনের আয়োজন থাকতে পারে। এই যেমন দাওয়াত, সিনেমা দেখা, বাইরে খেতে যাওয়া বা শুধুই ঘুরে বেড়ানো। এই সময়ে সাজটা হালকা হতে পারে। হালকা সাজে স্নিগ্ধতা বজায় রেখে আনা যাবে উৎসবের আমেজ।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক ছুটির দিনে নিজেকে কীভাবে সাজাবেন-

হালকা সাজে সারাদিনএখন যেহেতু গরম, তাই মেকআপ করার আগে ত্বকে বরফ ঘষে নিতে পারেন। এতে মেকআপ গলে যাবে না। প্রথমে হালকা ফাউন্ডেশন দিয়ে শুরু করতে পারেন। ত্বকের টোন বুঝে ফাউন্ডেশন ব্যবহার করুন। ফাউন্ডেশন ব্যবহারের পর হালকা কন্টুরিং করে নিতে পারেন। এতে ত্বকে সতেজতা আসবে। এর ওপর পাউডার ও কনসিলার ব্যবহার করুন। চোখে হালকা রঙের আইশ্যাডোর সঙ্গে হালকা মাসকারা ব্যবহার করতে পারেন। হালকা রঙের আইশ্যাডোর সঙ্গে ন্যুড লিপস্টিক ভালো দেখাবে। চাইলে পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিকের ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে লিপস্টিক গাঢ় রঙের হলে চোখে হালকা সাজ রাখতে। এছাড়া দুই রঙের কাজলও টেনে দিতে পারেন। এক্ষেত্রে কাজলটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চোখের ওপরে। মেকআপ শেষ ফিনিশিং স্প্রে ব্যবহার করুন। এতে করেও দীর্ঘক্ষণ মেকআপ সতেজ থাকবে।

চুল খোলা থাক কিংবা বাঁধা, হালকা ও জমকালো দুইভাবেই সাজাতে পারেন। শ্যাম্পু করা চুলগুলো ব্লো ডাই করে নিচে হালকা কার্ল করে নিতে পারেন। কানে ছোট টপ, হাতে পাথরের চিকন চুড়ি পরে নিতে পারেন।

কেমন পোশাক জমজমাট আড্ডার আয়োজনে লম্বা কাটের ম্যাক্সি ড্রেস বেছে নিতে পারেন। কটি ছাড়া বা সহ দুইভাবেই পরা যেতে পারে। এছাড়া ঢিলেঢালা টপ-বটম, স্কার্ট, জাম্প স্যুট পরতে পারেন। মসলিন, জামদানি, অরগানজা, সুতি বা খাদির পোশাকে দাওয়াতে বা সারাদিন থাকা যাবে ফুরফুরে মেজাজে। দুপুরের দাওয়াতে সুক্ষ্ম কাজের সিল্ক বা মসলিন শাড়ি ভালো মানাবে। মসলিন শাড়ি উৎসবের আমেজ আনতে পারে। যদি শাড়ি পরতে না চান তাহলে সালোয়ার-কামিজ, সারারা, লেহেঙ্গা পরতে পারেন। যাই পড়ুন না কেন, হালকা ও গাঢ় রঙের প্যালেট থেকে রং বেছে নিন। বাটার ইয়েলো, গোলাপির নানা হালকা শেড, আইসি ব্লু, চেরি রেড ইত্যাদি রংগুলো এনে দেবে শীতল পরশ।

Advertisement

আরও পড়ুন রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে যা করবেন  ছুটির দিনে যেভাবে রূপচর্চা করবেন 

এসএকেওয়াই/কেএসকে/জিকেএস