দেশজুড়ে

বিলে বেড়াতে গিয়ে নৌকাডুবে ৩ বন্ধু নিখোঁজ

বিলে বেড়াতে গিয়ে নৌকাডুবে ৩ বন্ধু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে গিয়ে বিলে নৌকাডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকশ বিলে এ ঘটনা ঘটে।

Advertisement

নিখোঁজরা হলো- কালিয়াকৈরের সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শিমুল হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ও ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে শুক্রবার সকালে ইব্রাহিম তার খালার বাড়ি কালিয়াকৈরেরসূরিচালা এলাকায় বেড়াতে আসেন। বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা নিয়ে মকশ বিলে ঘুরতে বের হয়। এসময় প্রচণ্ড বাতাস থাকায় বিলের পানিতে প্রচুর ঢেউয়ের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৪টার দিকে একপর্যায়ে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এসময় দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে উপরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজতে থাকে। তবে তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে রাত ৮টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পায়নি। নিখোঁজ ও উদ্ধার হওয়া পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।

Advertisement

নিখোঁজ শিমুলের বোন জামাই আসলাম হোসেন বলেন, বিকেলে তারা নৌকা নিয়ে বেড়াতে বের হয়। নৌকা বাতাসে উল্টে যাওয়ার পর থেকে তাদের রাত ৮টা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, নৌকাডুবে তিনজন নিখোঁজ রয়েছে। ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম

Advertisement