বিনোদন

পিকে সিনেমা তদন্তের নির্দেশ

বলিউড ব্লকবাস্টার আমির খানের পিকে নিয়ে ভারত জুড়ে তোলপাড় চলছেই। আলোচনা যেমন, তেমনি সমালোচনাও কম হচ্ছে না। পিকে`র বিরোধীতাকারীরা এখন হয়ত আরও জোরেশোরে প্রতিবাদ জানাবেন। কারণ বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র রাজ্য সরকার আমির খান অভিনীত পিকে`র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বেশ কয়েকটি মৌলবাদী হিন্দু সংগঠনের অভিযোগেরএ নির্দেশ দেয় রাজ্য সরকার।রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাম শিন্দে বলেন, `সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ আসায় আমাদের পদক্ষেপ নিতে হয়েছে। সেন্সর বোর্ড সিনেমাটিকে মুক্তি দিয়েছে। এ বিষয়ে আমরা সচেতন। তবে দায়িত্বশীল সরকার হিসেবে বিষয়টি তদন্ত করে দেখা আমাদের দায়িত্ব।`স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের বিশেষ মহাপরিদর্শক (আইনশৃঙ্খলা) দেবেন ভারতিকে সিনেমাটির বিষয়ে তদন্ত করতে সরকারকে জানানোর নির্দেশ দিয়েছেন।