থার্টি ফাস্ট নাইট উপলক্ষে এসএ টিভি’র বিশেষ কনসার্ট ‘কাউন্ট ডাউন্ট টু নাইট’। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নগর বাউল জেমস এবং মিলা। বাংলাদেশি আইডলের কণ্ঠশিল্পী: মং, মন্টি, তামিম, জুয়েল, বৃষ্টি, সামি, পংকজ, শৌরিন, আরিফ এবং তালহা সঙ্গীত পরিবেশন করবেন। আজ বুধবার কক্সবাজার সী-বিচ থেকে বিকাল ৫ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি।