সাহিত্য

সমধারা সাহিত্য পুরস্কার ২০২৬ পাচ্ছেন তিনজন

সমধারা সাহিত্য পুরস্কার ২০২৬ ঘোষণা করা হয়েছে। ২৬ জুলাই সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সমধারা সম্পাদকীয় বোর্ড এ পুরস্কার ঘোষণা করে। কথাসাহিত্যে কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, কবিতায় কবি আদ্যনাথ ঘোষ ও শিশুসাহিত্যে বিজ্ঞানী ও ছড়াকার ধনঞ্জয় সাহার নাম ঘোষণা করা হয়।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের সমধারা স্মারক, নগদ অর্থ দেওয়া হবে। এ ছাড়া উৎসব সংখ্যা তিন গুণীকে নিবেদন করে প্রকাশিত হবে এবং গুণীদের সাহিত্যকর্ম নিয়ে একটি প্রযোজনা উৎসবের দিন উপস্থাপন করা হবে।

আরও পড়ুনচর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডাব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৪ জন

ঘোষণা সভায় উপস্থিত ছিলেন সমধারা সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল, কবি নজমুল হেলাল, সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ছায়ানটে ১২তম উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কবি-সাহিত্যিকদের সম্মাননা দেওয়া হয়। উল্লেখযোগ্য অনেক কবি-লেখক এ পুরস্কার গ্রহণ করেছেন। ২০২৫ সালে চার প্রবাসী কবিকে সমধারা সাহিত্য পুরস্কার দেওয়া হয়। প্রবাসীদের নিয়ে এটি ছিল প্রথম আয়োজন।

এসইউ/জেআইএম