রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে আহ্বায়ক করে গঠিত কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরেন সার্ভিস একাডেমিতে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলাকালে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ফায়ার অ্যালার্ম সিস্টেম আকস্মিকভাবে সক্রিয় হয়ে পড়ে। ঘটনাটি বৈঠকে উপস্থিতদের মধ্যে স্বল্প সময়ের জন্য উদ্বেগ তৈরি করে।
আরও পড়ুন
হঠাৎ ফায়ার অ্যালার্ম, তাড়াহুড়ো করে বের হন নেতারা, পরে আবার বৈঠকেজানা যায়, তাৎক্ষণিকভাবে একাডেমিতে নিয়োজিত কর্মচারীরা অ্যালার্মের সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং কারণ অনুসন্ধান করেন। প্রাথমিক তদন্তে কোথাও কোনো ধরনের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি।
তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
জেপিআই/ইএ/এমএস