খেলাধুলা

জাতীয় উশুতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার শেষ হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ১৬টি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি সাতটি স্বর্ণ জিতে প্রথম রানার্সআপ ও তিনটি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে দিনাজপুর জেলা। একটি স্বর্ণপদক জিতে চতুর্থ স্থান লাভ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লী শাওপেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার এবং বিকেএসপিসহ মোট ২৮টি দলের প্রায় ৪১৮ জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। বিশেষ আকর্ষণ হিসেবে স্বর্ণপদক বিজয়ী প্রত্যেককে অ্যাওয়ার্ড স্পন্সর প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হয়।

আরআই/এমএমআর