ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (২৮ জুলাই) রাতে ফরিদপুরের নগর কান্দায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
টিটি/জেএইচ/জিকেএস