রাজবাড়ীতে ডলার ব্যবসার জেরে বাবু খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় খোরশেদ আলম ও শাজাহান নামে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন।
রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত দুই আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে খোরশেদ সরদার এবং পটুয়াখালীর দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান।
নিহত বাবু খান শরীয়তপুর জেলার নুড়িয়া উপজেলার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা করে পাংশার কলিমহরের দুরশুন্দিয়ার আকরাম শেখের ফসলের জমিতে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন সকালে মরদেহ দেখতে পেয়ে পুলিশে জানানো হয়। পরে সকাল ৯টার দিকে পাংশা থানা মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে জখমের চিহৃ দেখা পায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পাংশা থানায় হত্যা মামলা করে। তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, হত্যাকাণ্ডটি ক্লুলেস ছিলো। কিন্তু পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে রহস্য উদঘাটন করে। দীর্ঘ শুনানি আদালত এ রায় দেন।
রুবেলুর রহমান/এএইচ/জেআইএম