খেলাধুলা

ঋতুপর্ণার শেষ মুহূর্তের গোলে থিম্পু সিটিকে হারালো পারো এফসি

ভুটানের চলমান ন্যাশনাল উইমেন্স লিগ মাতিয়ে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া, মারিয়া মান্দা ও শামসুন্নাহাররা যে যার দলে রাখছেন বড় ভূমিকা।

বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসি ও মারিয়া-শামসুন্নাহারদের থিম্পু সিটি। দুর্দান্ত লড়াইয়ের পর পারো এফসি জিতেছে ঋতুপর্ণা চাকমার দেওয়া শেষ মুহূর্তের গোলে।

গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়া ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে। লিড নেওয়া পারোর বিপক্ষে থিম্পু সিটি ম্যাচে ফিরেছিল বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়রের গোলে।

তবে পয়েন্ট নিয়ে ফেরা হয়নি মারিয়াদের দলের। দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় ঋতুপর্ণা শেষ মুহূর্তে গোল করে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন পারো এফসিকে।

দলকে জেতানো ঋতুপর্ণা হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। এর আগেও ঋতুপর্ণা ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। প্রতি ম্যাচেই ঋতুপর্ণা প্রমাণ করছেন, কেন তিনি দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়।

আরআই/এমএমআর/এএসএম