ক্যাম্পাস

জকসু নির্বাচনের দাবিতে দুই কর্মদিবসের আলটিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ প্রশাসন আমরা এনেছি। যদি আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারেন, আপনাদের আমরা গাড়িতে তুলে দিতে বাধ্য হবো। এ প্রশাসন ক্যাম্পাসে গত একবছর কিছুই করতে পারেনি। হচ্ছে, হবে, প্রসেসিংয়ে আছে এসব কথা আর বলা যাবে না।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, কোনো অছাত্র, বয়োবৃদ্ধ দিয়ে ছাত্রসংসদ নির্বাচন হবে না। ছাত্রত্ব যাদের আছে, তাদের দিয়েই নির্বাচন দিতে হবে। আমাদের অতি শিগগির আবাসনভাতা দিতে হবে। আমরা আর অজুহাত শুনবো না।

আরও পড়ুন ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর চাকসুর তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন

দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ছয়মাস পার হলেও একটি ক্যাফেটেরিয়া সম্পূর্ণ করতে পারেনি। এ প্রশাসন আমরা এনেছি। যদি কাজ করতে না পারেন, আপনারা চলে যাবেন।

এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রশাসনকে রোডম্যাপ কবে ঘোষণা করা হবে তা জানাতে হবে। যদি জকসু না হয়, আবার দ্বিতীয়বার আন্দোলনের ডাক আসবে। সে আন্দোলন আপনারা সামাল দিতে পারবেন না।

ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের নেতা মাসুদ রানা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ।

টিএইচকিউ/বিএ/এএসএম