জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধে অবস্থানরত আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে চাইলে এই ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডা তৈরি হয়।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ করে রাখে জুলাই অভ্যুত্থানে আহতরা।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধচট্টগ্রাম থেকে আসা মো. মিজান নামে একজন আন্দোলনকারী বলেন, আমাদের অবরোধ করা ব্যারিকেড পুলিশ টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা সেটা নিয়ে যায়। আমাদের কর্মসূচি বন্ধ করতে বলে তখন আমরা এগিয়ে গেলে বাগতিতণ্ডা হয়।
উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শুধু আমাদের ব্যারিকেড সরিয়ে নিয়েছি। তাদের ওপর কোনো লাঠিচার্জ বা তাদের কর্মসূচি বন্ধ করতে কোনো চাপ দেওয়া হয়নি। ব্যারিকেড সরিয়ে নেওয়ার কারণে মূলত তারা বাগবিতণ্ডা শুরু করে।
এফএআর/এমআইএইচএস/জেআইএম