কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শাহাজালাল মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু শাহাজালাল ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শিশু শাহাজালাল উঠোনে খেলার সবার অজান্তে বাড়ির পাশের নালার পানিতে ডুবে যায়। এসময় ওই রাস্তা দিয়ে এক নারী পথচারী যাওয়ার সময় শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
রোকনুজ্জামান মানু/এমএন/এএসএম