দেশজুড়ে

খুলনায় নিজ বাড়িতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন টগর জামাল হাওলাদারের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক ঠিকাদারি পেশায় যুক্ত ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে।

এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, টগর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান শুরু হয়েছে। খুব শিগগির আসামিদের গ্রেফতার করা হবে।

আরিফুর রহমান/ইএ