দেশজুড়ে

সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

সামছুর গাজী ওই গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে সামছুর গাজী যান বাড়ির পাশে ‘সেজি’ বাগানে। পায়ে ব্যথা থাকায় স্থানীয় বিশ্বাস অনুযায়ী সেজি গাছের আঠা সংগ্রহ করতে যান তিনি। গাছটির ডালে থাকা ভিমরুলের চাকের বিষয়ে জানতেন না তিনি।

সামছুর গাছে হাত দিতেই হঠাৎ আক্রমণ করে ভিমরুল। চোখের পলকে তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে অসংখ্য হুলের দংশন। বাড়ি ফিরে স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। চিকিৎসক দ্রুত হাসপাতালে নিতে বললেও পরিবার বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেয়নি। অবস্থার অবনতি হতে থাকায় শুক্রবার দুপুরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময়ই তিনি মারা যান।

কৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সামছুর গাজী একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ভিমরুলের বিষ কিছু মানুষের শরীরে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। একে বলে Anaphylactic Shock, যা দ্রুত চিকিৎসা না পেলে জীবননাশের কারণ হতে পারে। বনের গাছে হাত দেওয়ার আগে সতর্ক থাকতে হবে। ভিমরুল বা মৌমাছির হুলে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। গ্রাম্য চিকিৎসার ওপর ভরসা না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।

আহসানুর রহমান রাজীব/এমএন/এমএস