জাতীয়

চলন্ত প্রাইভেটকারে নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকার থেকে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রবিউল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই।

সিসিটিভি ফুটেজ, সংবাদ প্রতিবেদন ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে রবিউলকে শনাক্ত করে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পিবিআই জানায়, ২৬ এপ্রিল ভোর ৫টা ৪৫ মিনিটে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে বাসের জন্য রাস্তার পাশে অপেক্ষারত এক নারীর হাতে থাকা ব্যাগটি চলন্ত গাড়ি থেকে টান দেয় ছিনতাইকারী। ব্যাগটি কব্জিতে জড়ানো থাকায় ভিকটিম প্রায় ২০ ফুট গাড়ির সঙ্গে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।এতে ভুক্তভোগী নারী গুরুতর আহত হন।

এই ঘটনায় রমনা থানায় মামলা রুজু হলে পিবিআই স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম দক্ষিণ (এসআইএন্ডও-দক্ষিণ) মামলাটির তদন্তে নামে। পরবর্তীতে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ, সংবাদ প্রতিবেদন এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে রবিউলকে শনাক্ত করা হয়। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন…. সিদ্ধেশ্বরীতে নারীকে টেনেহিঁচড়ে আহত, আদালতের স্বপ্রণোদিত মামলাভ্যানিটি ব্যাগে টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেলো প্রাইভেটকার

জিজ্ঞাসাবাদে রবিউল জানায়, তিনি ও তার দুই সহযোগী প্রায় প্রতিদিন ভোরে প্রাইভেটকারে বেরিয়ে ছিনতাই করতেন। ঘটনার দিনও তারা মোট পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এখন পর্যন্ত তারা ২৫ থেকে ৩০টির মতো ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে তিনি।

পিবিআই জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে।

২৬ এপ্রিল (শনিবার) ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

কেআর/এমআইএইচএস/জেআইএম