আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ বন্দর থানাকে বিভক্ত করে সংসদীয় দুটি আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে বন্দর কদম রসূল কমিনিউটি সেন্টারে ‘আমরা বন্দরবাসী’-এর উদ্যোগে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে যা হচ্ছে, এটা অবশ্যই বৈষম্যের শিকার। স্বাধীনতার আগে ও পরে নির্বাচিত এমপি কোন এলাকার ছিল, এটা জানতে হবে। জনস্বার্থে কাজ না করে আমাদেরকে ছোট করছে সেই ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশন। আমরা বিগত ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি।’
সভাপতির বক্তব্যে আমরা বন্দরবাসীর সহ-সভাপতি গোলাম সারোয়ার সাঈদ বলেন, বন্দরের দাবিগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনে যাবো। দাবি আদায়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে কাজ করবো। প্রয়োজনে আইনি প্রতিক্রিয়ায় ব্যবস্থা নেবো।
আমরা বন্দরবাসীর সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম, জাকির হোসেন, বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের নারায়ণগঞ্জ সমন্বয়ক মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক ও বন্দর প্রেসক্লাব সভাপতি আতাউর বহমান।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম