জাতীয়

ঢাকায় বিকেলে বৃষ্টির আভাস, থাকতে পারে ভ্যাপসা গরম

মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে। এতে সারাদেশে বৃষ্টিপাতও কমেছে। গতকাল রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার। আজও ঢাকায় কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (৩ আগস্ট) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, ঢাকায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টি হবে না। ভ্যাপসা গরম থাকবে।

আরও পড়ুন ৪ বিভাগে বৃষ্টির আভাস

গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি চার বিভাগে বৃষ্টি কিছুটা কম হতে পারে।

আরএএস/এমআরএম/এমএস