৪ বিভাগে বৃষ্টির আভাস
দেশের চার বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঢাকায় দুদিন বৃষ্টি কম হতে পারে। সোমবার আবার বৃষ্টি বাড়তে পারে।
এছাড়া আগামী ৮ আগস্ট থেকে সারাদেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
শনিবার দেশে সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সৈয়দপুরে। এসময় ঢাকায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার।
আরএএস/এসএনআর/এমএস