লাইফস্টাইল

বন্ধুরা কি এখনো মিলিয়ে পোশাক পরেন?

পরিবারের পর যে মানুষ সবচেয়ে কাছের, সে হলো বন্ধু। বন্ধুত্ব সম্পর্ক রক্তের না হলেও আত্মার। সুখের বা দুঃখের দুই সময়েই কাছে থাকে যে বন্ধু, তার জন্য একটি বিশেষ দিন হওয়া চাই। তাই আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস। সেই হিসেবে এবারের তারিখটা ৩ আগস্ট। বন্ধুত্বের এ বন্ধনকে অটুট রাখার উদ্দেশ্যেই বন্ধু দিবসে করা হয় নানা আয়োজন। একই রকম পোশাক পরাও এই আয়োজনের অংশ ফলে বন্ধুর সঙ্গে রসায়ন খুব সহজেই তুলে ধরা যায় সবার সামনে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে একই রং, ডিজাইনের পোশাক পরলে খুব সহজেই সবার নজর কাড়ে।

এখনো কি বন্ধুরা একই রকম পোশাক পরেন?

একই রকম পোশাক পরা বন্ধুদের মধ্যে নতুন নয়। অনেক আগে থেকেই পরা হয়। বন্ধু দিবস উপলক্ষ্যে বন্ধুদের মধ্যে উপহার বিনিময় এবং মিলিয়ে পোশাক পরাও আগের মতো এখনো বেশ জনপ্রিয়। একে ফ্যাশন ট্রেন্ড বা ম্যাচিং আউটফিট বলা হয়। এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এর ফলে বন্ধুত্ব হয়ে ওঠে আরো গাঢ় ও মজবুত। ফ্যাশন সচেতনতা,বন্ধুত্বের নিজস্ব উপস্থিতিতে পোশাকের পাশাপাশি নিজের সঠিক উপস্থাপনও জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না রহমান এবার বন্ধু দিবসে তিনি এবং তার বান্ধবী একই ধরনের ঢিলেঢালা ধাঁচের পোশাক পরে বন্ধু দিবস উদযাপন করবেন। তবে যাই পড়ুক না কেন, পোশাকে রুচির ছাপটা রাখবেন।

কেন পরে

বন্ধু দিবসে বন্ধুদের উপহার দেওয়ার চর্চা এখন নাগরিক সংস্কৃতির অংশ। বন্ধুরা মিলে একই রকম পোশাক পরলে সবাইকে একসঙ্গে দেখতেও ভালো লাগে। পোশাক হুবহু একই রকম হয় আবার এমনটা নয়। প্রত্যেকেরই আলাদা করে পছন্দ-অপছন্দ থাকতে পারে। তাই রং ও মোটিফটা ঠিক রেখে যার যার পছন্দমতো নকশা ও কাটে বৈচিত্র্য পোশাক পরে থাকে। সাধারণত সোশ্যাল মিডিয়ার যুগে বন্ধুরা মিলে একই পোশাকে সেজে, প্রিয় সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে পোস্ট করে অন্যদেরও এই রকম পোশাকের ট্রেন্ড অনুসরণ করতে উৎসাহিত করে।

কেমন হবে পোশাক

একই রকম পোশাক পরে বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে পোশাকটি সারাদিনের ঘোরাঘুরির জন্য আরামদায়ক হয়, সেটি খেয়াল রাখতে হবে। মেয়েরা বেছে নিতে পারেন হাল ফ্যাশনের কুর্তি, কামিজ। তার সঙ্গে পরতে পারেন রং মিলিয়ে অথবা বিপরীত রঙের লেগিংস কিংবা ঢোলা পায়জামা। আর ছেলেরা টি-শার্ট পরতে পারেন।

শুধু পোশাকের নয়, বন্ধুরা মিলে একসঙ্গে ঘুরতে বের হলে সবার সাজগোজেও মিল রাখতে পারেন। মেয়েদের সাজটা হালকা হলেই ভালো দেখাবে। চোখের কোনে অল্প কাজল আর ন্যুড রঙের যে কোনো লিপস্টিক দিতে পারেন। দেখতে ভালো লাগবে।

ফ্যাশন হাউজগুলো

প্রতিবছরই বন্ধু দিবস উপলক্ষে ফ্যাশন হাউজগুলো বাজারে আনে বিশেষ পোশাক। টি-শার্টের সংখ্যাই বেশি। আজকাল ছেলে কিংবা মেয়ে-উভয়ের প্রিয় পোশাকের তালিকায় থাকে টি-শার্ট। আর তাই বন্ধুত্বের বাক্য, অনুভূতি কিংবা চিহ্ন সম্বলিত টি-শার্ট পাওয়া যায়। রঙ বাংলাদেশ নিয়ে এসেছে বন্ধু দিবসের নতুন আয়োজন। বন্ধুত্বের থিমে করা ডিজিটাল প্রিন্টের এই স্পেশাল টি-শার্ট পেয়ে যাবেন তাদের যে কোনো আউটলেটে।

কোথায় পাবেন

আজকাল ম্যাচিং পোশাকের জন্য বিভিন্ন অনলাইন এবং অফলাইন স্টোরে বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়, যা এই ট্রেন্ডকে আরও জনপ্রিয় করে তুলেছে। একই রকম ও কাছাকাছি ডিজাইনের পোশাক খুঁজতে যেতে পারেন নগরের ফ্যাশন হাউসগুলোতে। এছাড়া চোখ রাখতে পারেন ফেসবুকের ফ্যাশন পাতাগুলোয়।

আরও পড়ুন

অ্যালঝাইমার্স নিয়ে কী বার্তা দিল ‘সাইয়ারা’ সারা আলী খানের লেহেঙ্গায় আভিজাত্য আর আবেদনের ছোঁয়া

এসএকেওয়াই/কেএসকে/এমএস