রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান ছাত্রদলের নেতাকর্মীদের

জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরুর আগেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি হয়।

বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন।

আরও পড়ুন

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ বিভিন্ন জেলা থেকে এনসিপির সমাবেশে আসছেন নেতাকর্মীরা

মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাবো না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করবো।

এরই মধ্যে শাহবাগের চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়েছে ছাত্রদলের সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায়। সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম বিকেল ৩টায় শুরু হবে।

এমএইচএ/এমআরএম/এমএস