দেশজুড়ে

কাজ শেষ হওয়ার আগেই খুলে পড়ছে সিসি ব্লক

মানিকগঞ্জ বাজার ব্রিজ থেকে খালপাড় ব্রিজ পর্যন্ত শহররক্ষা খালের শোভাবর্ধনের কাজ চলমান। এর মধ্যে তিনটি ব্রিজের কাজ শেষ। আর দুই পাশের রাস্তার মধ্যে এক পাশের রাস্তার কাজ প্রায় শেষের দিকে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই কয়েকটা জায়গায় রাস্তার ব্লক খুলে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।

এরমধ্যে আবার কাজের মেয়াদ প্রায় শেষ হওয়ার দিকে। কিন্তু এখনো অর্ধেক কাজ সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপরন্ত দেখা দিয়েছে ভাঙন। দুই পাড়ের সিসি ব্লক খুলে পড়ছে খালের মধ্যে।

স্থানীয়দের দাবি, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ধীরগতিতে ও নিম্নমানের সামগ্রী দিয়ে সিসি ব্লক করার কারণে এমন ভাঙনের সৃষ্টি হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০ বছরে মানিকগঞ্জ শহররক্ষা খালে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ করলেও এখনো ময়লার স্তূপই রয়ে গেছে। এরমধ্যে ২০২২ সালের মাঝামাঝি শোভাবর্ধন ও তিনটি সেতু নির্মাণে ২৮ কোটি টাকা বরাদ্দে যৌথভাবে এ প্রকল্পের কাজের দায়িত্ব পায় মেসার্স অ্যাপেক্স এন্টারপ্রাইজ ও মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদারস। ২০২৪ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে আরও এক বছর প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বাড়ানো হলেও এখনো কাজ বাকি।

স্থানীয় পলাশ আইসিটি কেয়ারের মালিক মো. পলাশ হোসেন জাগো নিউজকে বলেন, কাজটি অনেক আগে শুরু হয়েছে। শেষ হওয়ার কথা গতবছর। কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আবার সময় বাড়ানো হয়েছে। এখানে একবার কাজটা শেষ করেছেন। কিন্তু বৃষ্টিতে আবার ভেঙে পরে যাচ্ছে। পৌরসভার শোভাবর্ধনের কাজ করতে গিয়ে যদি পৌরবাসিকে বিপদে ফেলা হয়, তাহলে জটিল অবস্থা। এদিকের রাস্তার বেহালদশায় হাঁটা চলাই করা যায় না।

মানিকগঞ্জ পৌরসভার বাসিন্দা গবীন্দ বনিক জাগো নিউজকে বলেন, খালের দুই পাড়ের রাস্তা যারা করেছেন তাদের ভুল আছে। বৃষ্টির পানি কোথা দিয়ে যাবে ওই সিদ্ধান্ত নেয়নি। এখন বৃষ্টি হচ্ছে, পানি গড়িয়ে এই দিকে আসছে আর রাস্তা ভেঙে যাচ্ছে। এই জিনিসগুলো আগে খেয়াল করা উচিত ছিল। সাইটে যে ব্লকগুলো দিছে এগুলো তো ধরে রেখে পারবে না।

আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, আমাদের মানিকগঞ্জ শহরের একমাত্র শহররক্ষা খাল এটি। এই খালের শোভাবর্ধনের কাজ চলছে দীর্ঘদিন। এখন পর্যন্ত অর্ধাংশের কাজ সম্পন্ন হয়নি। বাজার ব্রিজের যে অংশের কাজ সম্পূর্ণ হয়েছে সেখানকার সিসি ব্লক খুলে পড়ে যাচ্ছে। আমাদের পৌর কর্তৃপক্ষের গাফিলতি আর আওয়ামী লীগের নেতারা যারা পালিয়েছেন তারা কাজটি করার কারণে এমনটি হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লাভলু মিয়া জাগো নিউজকে বলেন, এ বছর এত বৃষ্টি হচ্ছে যে, সিসি ব্লক নিচের দিকে নেমে যাচ্ছে। শুধু আমাদের এই কাজ না, সারা বাংলাদেশে অনেক বড় বড় কাজ এই বৃষ্টির কারণে ধসে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে আমরা মেরামত করে দেবো।

মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জিয়াসমিন জাগো নিউজকে বলেন, আমরা এই বিষয়ে মিনিস্ট্রিতে জানানোর পর, তারা সেখানে থেকে এসে দেখে গেছেন। কিছুটা পরিকল্পনা সংশোধন করে নতুন করে কাজটি করবে।

মো. সজল আলী/জেডএইচ/জিকেএস