দেশজুড়ে

মাদকসেবন করে অস্বাভাবিক আচরণ, যুবকের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গার পাকুরিয়া গ্রামের আলামিন মোল্লা (২৬) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, পাকুরিয়া গ্রামের আহাদ মোল্লার ছেলে আলামিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ নিজে সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসেবন অবস্থায় আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জাগো নিউজকে বলেন, আলামিন মোল্লা দুপুরে মাদকসেবন করে এলাকাবাসীর সঙ্গে অস্বাভাবিক আচরণ ও দা দিয়ে কোপাতে যান। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে মাদকসেবন অবস্থায় আটক করা হয়। আটকের পর চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম