বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী বেসিক আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের অধীনে এবং বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।বরগুনা প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, সুশীলন জেলা সমন্বয়কারী শিরিনা আক্তার।প্রশিক্ষণে বরগুনার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদ বিতরণ করা হয়।সাইফুল ইসলাম মিরাজ/এসএস/পিআর