গণমাধ্যম

বরগুনায় সাংবাদিকদের আউটসোর্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী বেসিক আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের অধীনে এবং বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।বরগুনা প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, সুশীলন জেলা সমন্বয়কারী শিরিনা আক্তার।প্রশিক্ষণে বরগুনার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদ বিতরণ করা হয়।সাইফুল ইসলাম মিরাজ/এসএস/পিআর