বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি, একদিনে নিহত আরও ৬২অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কিছু হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই ত্রাণপ্রার্থী।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে নিরস্ত্রীকরণে রাজি নয় হামাসফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণে সম্মত হবে না। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অন্যতম প্রধান দাবির জবাবে তারা এমনটাই জানিয়েছে।
ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ার রাস্তায় লাখো মানুষের ঢলসিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনের সমর্থনে এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। ‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক এই সমাবেশটি শনিবার রাতেই নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের অনুমোদন পায়। আয়োজকরা একে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে উল্লেখ করেন।
পাকিস্তানে বৃষ্টি-বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৯পাকিস্তানে চলতি মৌসুমি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৪০ জনই শিশু বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।
রাশিয়ায় ফের ভূমিকম্প, ৬০০ বছর পর জেগে উঠলো আগ্নেয়গিরিরাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ৬০০ বছর পরে জ্বলে উঠেছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। ভূমিকম্প ও আগ্নেয়গিরির এই যুগপৎ ঘটনা এরই মধ্যে বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে এসেছে।
রাশিয়ার তেল ডিপোতে ভয়াবহ আগুন, ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগরাশিয়ায় কৃষ্ণসাগর উপকূলবর্তী শহর সোচির কাছে একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের ড্রোন হামলা থেকে এই আগুনের সূত্রপাত হযয়েছে।
সৌদি আরবে ৭ বিদেশিসহ একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকরমাদক চোরাচালান ও হত্যার দায়ে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি দেশটিতে মাদক-সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে।
ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির কারাদণ্ডধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে কর্নাটকের বিশেষ আদালত। শনিবার বিকেলে এই বহিষ্কৃত জেডি (এস) নেতার সাজা ঘোষণা করা হয়।
১৮ তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলো তিন বছরের শিশুচীনের হাংঝৌ শহরে ১৮ তলা ভবন থেকে পড়েও প্রাণে বেঁচে গেছে একটি তিন বছরের শিশু। এ ঘটনার পর এলাকাবাসী ও চিকিৎসকরা শিশুটির বেঁচে যাওয়াকে একপ্রকার ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা বলে বর্ণনা করছেন।
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলাফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
কেএএ/জিকেএস