শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মাদক, জুয়া, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও বিশেষ ক্ষমতা আইনে আটক রয়েছে।আটককৃতদের শুক্রবার বিকেলে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারিক হাকিম তাদের জেলা কারাগারে প্রেরণ করেন।শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে আটক করা হয়েছে।সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মমিন মিয়া (৩০), হালিম মিয়া (২২), মোহাম্মদ আলী (৩৭), মোস্তফা মিয়া (৪০), সেলিম মিয়া (৫২), আব্দুল হানিফ (৩৫), মমিনুল্লাহ ওরফে মমিন মিয়া (৩৫), সুমন সাহা (৪০), করিমুজ্জামান (৫০) ও নওশের আলী (৮০)।নকলা থানার ওসি গোলাম হায়দার জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৫২৫ গ্রাম গাজাঁসহ দুলাল মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, মাদক কারবারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।এদিকে, শনিবার সকাল থেকে নালিতাবাড়ি থানার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ অবৈধ মোটরসাইকেল আটক ও বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করছে বলে ওসি ফসিউর রহমান জানিয়েছেন।হাকিম বাবুল/বিএ