কিশোরগঞ্জের ইটনায় হাওর থেকে ফারুক মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর হাওর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতফারুক ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের আহাদ মিয়ার ছেলে। ইটনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাগোনিউজকে জানান, গত ৮ জুন দুপুরের দিকে ফারুক বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। শুক্রবার রাতে থানেশ্বর এলাকায় হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ফারুকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নূর মোহাম্মদ/এফএ/এমএস