দেশজুড়ে

কিশোরগঞ্জে বিষমুক্ত সবজি চাষে সাফল্য

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়ায় শুরু হয়েছে বিষমুক্ত সবজি চাষ। কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করেই সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে দমন করা হচ্ছে সবজির পোকা-মাকড়। এতে কৃষক লাভবান হচ্ছেন।এ বিষয়ে কৃষকদের আরও উৎসাহিত করতে চংশোলাকিয়া এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করে স্থানীয় কৃষি বিভাগ।শনিবার দুপুরে আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম ও মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনসুর আলী।পরে কুমড়া জাতীয় সবজি বাগানে সেক্স ফেরোমন পদ্ধতি ঘুরে দেখেন জেলা প্রশাসক।নূর মোহাম্মদ/এসএস/এমএস