পল্লীকবি জসীম উদ্দীনের ১১২তম জন্মদিন আজ। ১৯০৩ সালের আজকের এই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, ৯টায় কবির বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা এবং সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তার `কবর` কবিতাটি বাংলা পাঠ্যবইয়ে স্থান পায়। `নক্সী-কাঁথার মাঠ`, `সোজন বাদিয়ার ঘাট`, `রাখালী` `ধানক্ষেত` ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি এবং বাংলাদেশে একুশে পদক লাভ করেছেন। ১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় ইন্তেকাল করেন তিনি।