দেশজুড়ে

থানচির দুই ইউনিয়নে নৌ চলাচল বন্ধ

বান্দরবানের থানচিতে পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে আটকা পড়েছে প্রায় অর্ধশতাধিক পর্যটক।শনিবার বিকেল থেকে উপজেলার দুটি ইউনিয়নের পর্যটন স্পটগুলোতে ঘুরতে যাওয়া অনেক পর্যটকও আটকা পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে থানচির দুই ইউনিয়নে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোত ও পাথুরে পিচ্ছিল নৌপথ বিপদজনক হয়ে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কায় শনিবার বিকেল থেকে নৌ-চলাচল বন্ধ করে দেন চালকরা।স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওই দুই ইউনিয়নের বড়মদক, ছোটমদক, আমিয়খুম, রেমাক্রি, নাফাখুম, সাতভাইখুম ও তিন্দুসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরতে যাওয়া অর্ধ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।মূলত থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের পর্যটনকেন্দ্রগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌ যোগাযোগের উপর নির্ভর করতে হয় স্থানীয় ও পর্যটকদের।থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন জানান, নৌপথে পানি বেড়ে নৌপথ বিপদজনক হওয়ায় নৌযোগাযোগ বন্ধ রয়েছে। তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে কিছু পর্যটক আটকা পড়েছেন বলে খবর শুনেছি।সৈকত দাশ/এফএ/আরআইপি