অর্থনীতি

২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের (ওএমএস) পাশাপাশি আলাদাভাবে ওইসব বিক্রয়কেন্দ্রে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার।

এজন্য প্রতি কর্মদিবসের প্রতিটি উপজেলার বিক্রয়কেন্দ্রে এক টন করে আটা বরাদ্দ দেওয়া হবে।

খাদ্য মন্ত্রলায় থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন

দেশে ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা করছে সরকার

বর্তমানে সারাদেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা/উপজেলা, জেলা সদর পৌরসভা) ওএমএস কার্যক্রম চলছে। এর মধ্যে আটা বিক্রির এ কার্যক্রম শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।

যে কেউ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দরে ক্রয় করতে পারবেন।

এনএইচ/ইএ/জিকেএস