দেশজুড়ে

নাইক্ষ্যংছড়িতে কাঠুরিয়াকে অপহরণের অভিযোগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে উহ্লামং মার্মা নামে এক কাঠুরিয়াকে অপহরণের অভিযোগ উঠেছে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন অপহৃতের স্বজনরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে গভীর জঙ্গলে কাঠ কাটতে যান উহ্লা মং মার্মা। পরে তিনি আর বাড়ি ফেরনেনি। অনেক খুঁজাখুজির পর তাকে না পেয়ে রোববার বিকেলে নিকটস্ত থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন তার স্বজনরা। উহ্লা মং এর বাড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে।এদিকে, উহ্লা মংকে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা নিয়ে গেছে বলে ধারণা করছে সেনাবাহিনীর একটি সূত্র।নাইক্ষ্যংছড়ি ৩৭ ব্যাটেলিয়নের লে কর্নেল আজিম বলেন, অপহরণের বিষয়টি শুনেছি। স্বজনদের নিকটস্ত থানায় জিডি করতে বলা হয়েছে।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, উহ্লামং এর স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেছে। পুলিশ তাকে উদ্ধারের অভিযানে নেমেছে।সৈকত দাশ/এফএ/এবিএস