রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের চেয়ারপারসন বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া।

আরও পড়ুন খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য: বুলু খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন ইসহাক দার

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিকেল টেস্টের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কেএইচ/বিএ