প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পারমিটের জাল নথি উপস্থাপন, বাংলাদেশি রিমান্ডে

বিদেশিকর্মী পারমিট পাওয়ার লক্ষ্যে ভুয়া তথ্যসম্বলিত নথি জমা দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি ব্যবস্থাপককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। এরপর পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানুদিন এ আদেশ দেন।

সূত্র জানিয়েছে, ৩০ বছর বয়সী এই বাংলাদেশি জুনে পরিচালিত এক অভিযানের সময় বাংলাদেশে পালিয়ে আসেন বলে ধারণা করা হচ্ছে। এরপর গত বুধবার রাত ৯টার দিকে মালয়েশিয়ায় অবতরণের সময় ইমিগ্রেশন বিভাগের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

‘বিতর্কিত ভোট হলে জুতার মালা ও জেলের কথাও ভাবতে হবে’ মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৬ বাংলাদেশি আটক

তদন্তে জানা গেছে, তিনি বিদেশিকর্মী পারমিট প্রক্রিয়ায় সহায়তার নামে আবেদনকারীদের কাছ থেকে প্রায় ২ লাখ ১০ হাজার রিঙ্গিত ঘুষ নিয়েছেন। এছাড়া জনশক্তি পুনর্নির্মাণ কর্মসূচি সংক্রান্ত ভুয়া তথ্য দিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে নথি জমা দেন। নথিগুলোর মধ্যে ভুয়া চাকরির চুক্তিপত্র ও একটি সিআইডিবি নিবন্ধন সনদও রয়েছে।

পুত্রজায়া এমএসিসি পরিচালক আজিজুল আহমেদ সারকাওয়ি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি এমএসিসি আইন ২০০৯- এর ১৮ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

কেএসআর/এমএস