তথ্যপ্রযুক্তি

আইফোন ১৬-এর চেয়ে আইফোন ১৭ কতটা আলাদা

প্রযুক্তি দুনিয়ায় প্রতি বছরই অ্যাপলের নতুন আইফোন নিয়ে থাকে নানা জল্পনা কল্পনা। আইফোন ১৬ সিরিজের পর এবার বাজারে আসছে আইফোন ১৭। এই আইফোন ১৭ নিয়ে উন্মাদনার শেষ নেই। এর সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক অত্যাধুনিক ফিচার।

পারফরম্যান্স থেকে শুরু করে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা কিংবা চার্জিং সব ক্ষেত্রেই আইফোন ১৭ হতে যাচ্ছে বড় ধরনের আপগ্রেড। এর প্রধান প্রধান পরিবর্তন ও সুবিধাগুলো আসুন জেনে নেওয়া যাক--

প্রসেসর ও পারফরম্যান্সনতুন এ১৯ ও এ১৯ প্রো চিপসেট। ২এনএম প্রযুক্তিতে তৈরি, যা আগের এ১৮ সিরিজের চেয়ে দ্রুততর ও শক্তি সাশ্রয়ী। প্রো ও প্রো ম্যাক্স মডেলে ১২জিবি র‍্যাম, সাধারণ মডেলেও কমপক্ষে ৮জিবি র‍্যাম। ফলে গেমিং, ভিডিও এডিটিং কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কাজ হবে আরও মসৃণ।

ডিসপ্লে ও ডিজাইন১২০ হার্জ প্রোমোশন ডিসপ্লে এবার সব মডেলেই, যা আগে সীমিত ছিল প্রো মডেলে। পাতলা বেজেল ও নতুন অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং-সূর্যের আলোতেও পরিস্কার ভিজিবিলিটি। প্রো মডেলে আসতে পারে হরাইজন্টাল ক্যামেরা বার ডিজাইন এবং নতুন রং যেমন ফেইরি অরেঞ্জ বা নেভি ব্লু।

ক্যামেরার বিপ্লবআইফোন ১৭ তে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ২৪মেগাপিক্সেল। ভিডিও কল ও সেলফির মান হবে আরও পরিষ্কার। প্রো মডেলে ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ৮কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট। উন্নত নাইট ফটোগ্রাফি ও টেলিফটো লেন্সে জুম মান বাড়বে অনেকটাই।

ব্যাটারি ও চার্জিংনতুন স্ট্যাকড ব্যাটারি ডিজাইন যা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ দেবে। ৩৫ ওয়াট তারযুক্ত চার্জিং আইফোন ১৬ এর তুলনায় দ্বিগুণ গতিতে চার্জ হবে। কিউআই ২.২ ওয়্যারলেস চার্জিং (২৫ ওয়াট), দ্রুততার সঙ্গে তারবিহীন চার্জিং সুবিধা।

থার্মাল ম্যানেজমেন্ট ও নেটওয়ার্কভেপার-চেম্বার কুলিং সিস্টেম (প্রো মডেলে), যা ডিভাইসের অতিরিক্ত গরম হওয়া কমাবে। নতুন অ্যাপল ডিজাইনড সি১ মডেম, দ্রুতগতির ৫জি ও উন্নত ওয়াই-ফাই ৭ অভিজ্ঞতা।

নতুন মডেল: আইফোন ১৭ এয়ারআইফোন ১৬ প্লাস-এর জায়গায় আসছে এয়ার মডেল। অতিপাতলা (প্রায় ৬এমএম), হালকা ও আকর্ষণীয় ডিজাইন। ৬.৬-৬.৭ ইঞ্চি ডিসপ্লে ও একক ৪৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। যারা হালকা ও স্টাইলিশ ফোন চান, তাদের জন্য আদর্শ বিকল্প।

সফটওয়্যার ও ইন্টারফেসনতুন আইওএস ২৬ এর সঙ্গে আসছে লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজ। আরও ফ্লুইড ও গ্লাসি ইউজার ইন্টারফেস। ডায়নামিক আইল্যান্ড এর নকশায় পরিবর্তন, আরও পরিমার্জিত ইউজার এক্সপেরিয়েন্স।

আরও পড়ুন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে কেন ভালো ছবি ওঠে সবচেয়ে পাতলা আইফোন হতে যাচ্ছে আইফোন ১৭

সূত্র: লাইভ মিন্ট

কেএসকে/এএসএম