খেলাধুলা

দলে ফিরলেন ডুমিনি

ক্যারিবীয়দের বিপক্ষকে আসন্ন টি২০ সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দিয়ে দলে ফিরেছেন ডুমিনি। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি ২০ সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন এই ব্যাটসম্যান।    ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলে ডুমিনিকে রাখা হলেও প্রথম দুই ম্যাচে তিনি খেলবেন না। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকা ফাফ ডু প্লেসিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন। বিশ্বকাপের কথা মাথায় রেখেই বেশকিছু অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রেখে দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ বিষয়ে প্রোটিয়া দলের নির্বাচক জানান, বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। তাই ওয়ানডে মেজাজে ফিরতে বেশকিছু ক্রিকেটারদের বিশ্রামে রাখা হয়েছে।  টি-টোয়েন্টি দল: ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, ফারহান বেহারডিয়েন, মার্চেন্ট ডি ল্যাঙ্গে, জেপি ডুমিনি, রেজা হেন্ড্রিকস, ইমরান তাহির, ডেমিড মিলার, ওয়াইন পারনেল, অ্যারন ফ্যাঙ্গিসো, কাগিসো রাবাডা, রিলি রোসো, মরনে ভ্যান ওয়াইক, ডেভিড উইসে।