দেশজুড়ে

বান্দরবানে অস্ত্রের মুখে আ.লীগ নেতাকে অপহরণ

বান্দরবানে মংপ্রু মারমা নামের এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে জামছড়ি মুখ পাড়ার নিজ বাসা থেকে তাকে অপহরণ করা হয়।অপহৃত মংপ্রু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য। আওয়ামী লীগ নেতারা জানান, সোমবার রাতে ১০ জনের একটি অস্ত্রধারী দল নিজ বাসা থেকে মংপ্রুকে নিয়ে যায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএএস) সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনসংহতি সমিতির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছের তারা।এদিকে মঙ্গলবার সকালে অপহরণের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জেএসএস এর জড়িত থাকার অভিযোগ এনে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশ থেকে আল্টিমেটাম দেয়া হয়েছে।বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মার্মা জানান, আজকের মধ্যে মংপ্রুকে অক্ষত অবস্থায় ফেরত না দিলে কাল থেকে সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেয়া হয়েছে।এরই মধ্যে অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান শুরু করেছে ।বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। সৈকত দাশ/এফএ/এবিএস