নোয়াখালীর মাইজদীর সোনাপুর থেকে লাকসাম-লালমাই-পদুয়া বাজার সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নোয়াখালীর চৌমুহনীর চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মাবনবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফজলে এলাহী সোহাগ মিঞা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাহাব উদ্দিন, চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মান্নানসহ প্রমুখ।মানবন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে লাকসাম-লালমাই-পদুয়া বাজার সড়কটিতে যান চলাচল দিন দিন বৃদ্ধি পেলেও সড়কটির মান উন্নয়ন হয়নি এবং এটি সম্প্রসারণ না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের স্বার্থে সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা জরুরি।পরে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে`র কাছে স্মারকলিপি দেয়া হয়। মিজানুর রহমান/এসএস/এবিএস