দেশজুড়ে

সরকারের বিনামূল্যের পাঠ্যবই নিতে হলো ৬০ টাকা দিয়ে

সরকারের বিনামূল্যে বিতরণের পাঠ্যবই দিনাজপুরে ৬০ টাকার বিনিময়ে স্কুল থেকে নিতে হলো দ্বিতীয় শ্রেণির ছাত্রী খুশীকে।বৃহস্পতিবার দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি শহীদ মিনার এলাকার শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনই ঘটনা ঘটে। অথচ সরকার সারাদেশে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করছে। এ নিয়ে সরকারি ভাবে দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা থাকলেও এক্ষেত্রে নিয়মের তোয়াক্কা করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কি কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ ৬০ টাকা নিয়ে তার কোনো জবাব দেইনি।বিদ্যালয়টির প্রধান শিক্ষক দার্দি নেওয়াজ সুলতানা এ ব্যাপারে কোন ব্যাখ্যা দিতে রাজী হননি বলে জানিয়েছেন খুশীর বাবা রিকশাচালক অভিভাবক নবাব আলী।তিনি অভিযোগ করেন, যারা টাকা দিতে পারেনি, তাদের বই দেয়া হয়নি। তিনি বলেন, আমরা গরীব মানুষ। তাই বড় বড় স্কুলে অনেক টাকা খরচ করে সন্তানদের পড়াতে পারি না। তাই প্রাইমারি স্কুলে ভর্তি করেছি। কিন্তু, এখানেও যদি এভাবে টাকা ছাড়া বই দেয়া না হয়, তাহলে আমরা যাব কোথায়?এ ব্যাপারে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু বলেছেন অন্য কথা।তিনি জাগোনিউজকে জানান, জানান, টাকার বিনিময়ে বই দেয়া হয়েছে-এমন তথ্য সঠিক নয়। তবে স্কুলের আয়া ও নাইট গার্ডের বেতন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিমাসে ৫ টাকা করে নেয়া হয়। সেটিই ১২ মাসের একসাথে ৬০ টাকা নিয়ে নতুন বছরে খাতায় নাম উঠানোর পর নাম দেখে দেখে বই দেয়া হয়। বইয়ের জন্য কোন টাকা নেয়া হয়নি।এ ব্যাপারে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একরামুল হক জানান, বই দেয়ার জন্য টাকা গ্রহণ করা নিষেধ। শুধু তাই নয়, বই প্রদানের ক্ষেত্রে কোনো অজুহাত দাড় করানো যাবেনা। স্কুল খুললেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।