রাজনীতি

তারেকের নাগরিকত্ব বাতিল হওয়া উচিৎ : চুমকি

জাতির পিতা সম্পর্কে কটুক্তি করায় তারেক রহমানের নাগরিকত্ব বাতিল হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বৃহস্পতিবার গাজীপুর কালিগঞ্জ পৌরসভা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রতিমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি একটি অনুষ্ঠানে তারেক রহমান সম্পর্কে কড়া সমালোচনা করে বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি আদালতে মানহানির মামলা করে। এরই প্রতিবাদে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ বৃহস্পতিবার এই সমাবেশের আয়োজন করে।চুমকি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই খালেদা জিয়াকে স্বামীর সংসারে ফিরিয়ে দেন। অথচ তিনিই বঙ্গবন্ধুর বিরুদ্ধে অসত্য ও উদভ্রান্ত কথা বলছেন। সত্যিকার অর্থে তিনি একজন অকৃতজ্ঞ ও শ্রেষ্ঠ বেঈমান।প্রতিমন্ত্রী বলেন, কেউ বেয়াদবি করলে তাকে বেয়াদবই বলতে হবে। মিথ্যা বললে তাকে মিথ্যুক বলতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যুক। সত্য কথা বলায় আমার বিরুদ্ধে বিএনপি মানহানি মামলা করেছে। তবে মামলাকে ভয় পাই না। সত্য বলতে গিয়ে শতবার হলেও মামলা মাথায় নিতে প্রস্তুত আছি। তবুও সত্য বলা থেকে পিছু হটবো না।স্থানীয় আওয়ামী লীগ নেতা আহমেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র, শাহ আলম দেওয়ান, যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।