চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে এক সাংবাদিকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান এর নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার ৩ উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের চেক জালিয়াতি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক মোজাম্মেল শিশির (৪০), ইব্রাহিমপুর গ্রামের মোতলেব এর ছেলে আমান উল্লাহ (৪৫), দলিয়ারপুর গ্রামের মৃত বাদল বিশ্বাসের ছেলে ওহিদ বিশ্বাস (৫৫), দর্শনা রামনগর গ্রামের মৃত লুতফর রহমান এর ছেলে মাহবুবুল হক (৪০), জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের নুরুল হকের ছেলে আব্দুল হাকিম (৩৫), মৃত বিশারত আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৮) ও উথলী গ্রামের জাকির উদ্দীনের ছেলে মঈনুল ইসলাম (৩৮)।এছাড়াও রাজনগর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে তোতা মিয়া (৫০), গোপালনগর গ্রামের নবিছদ্দীনের ছেলে আব্দুল কুদ্দুস (২৮), রায়পুর গ্রামের আব্দুল গফুরের ছেলে বারেক আলী (৩৭), খয়েরহুদা গ্রামের বদর উদ্দীনের ছেলে শরীফ উদ্দীন (৪৫), বাড়ই পাড়া গ্রামের আফজাল আলীর ছেলে আলাউদ্দীন (২৫), তেতুলিয়া গ্রামের মৃত শরিয়ত মন্ডলের ছেলে ইদ্রিস আলী (৪৬), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রানা (৩০), আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে হায়দার আলী (৫৫), তার ভাই বারেক আলী (৫২) ও চান্দু (৫০)।সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চেক জালিয়াতি ও নারী নির্যাতনসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি