বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১২ জানুয়ারী থেকে ক্যাম্প শুরু করবে । দেশের মাটিতে দশ দিন অনুশীলন করার কথা রয়েছে ক্রিকেটারদের!এবারের বিশ্বকাপ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী ২৫ জানুয়ারী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। সেখানে অনুশীলনসহ চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি-সাকিবরা। জিম্বাবুয়ে সিরিজের পর ছুটিতে চলে যান জাতীয় দলের কোচিং স্টাফরা। বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে একে একে টাইগারদের সঙ্গে যোগ দিবেন তারা। শুক্রবার রাতে ঢাকায় ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে থাকবেন স্পিন কোচ রুয়ান কালপাগে। এছাড়া পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ৮ জানুয়ারী এবং ফিল্ডিং কোচ ফিল হালসল ৯ জানুয়ারী ঢাকায় ফিরবেন। এরই মধ্যে ছুটি কাটিয়ে গত পরশু ঢাকায় ফিরেছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েন।